ড. আতিউর রহমান
ড. আতিউর রহমানের জন্ম ০৩ আগস্ট ১৯৫১ (সনদপত্র অনুসারে)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর অর্থনীতি ও অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের পাশাপাশি দুই শেষ্ট্র বাঙালি-বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও দর্শন নিয়ে নিয়মিত গবেষণা ও লেখালেখির জন্য জনপ্রিয়। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এবং সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ অন আর্টস এন্ড সোস্যাল সায়েন্সেস-এর নির্বাহি কমিটির সভাপতি। বঙ্গবন্ধুকে নিয়ে তাঁর রিচিত পূর্ণাঙ্গ গবেষণামূলক গ্রন্থ: ‘শেখ মুজিব বাংলাদেশের আরেক নাম’। সাধারেণের বোঝার জন্য ‘বঙ্গবন্ধু সহজ পাঠ’ নামে তাঁর অন্য একটি গ্রন্থ আছে। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে: ভাষা-আন্দোলনের আর্থসামাজিক পটভূমি, জনমানুষের মুক্তিযুদ্ধ (অখন্ড সংস্করণ), নিশিদিন ভরসা রাখিস। রবীন্দ্রনাথকে নিয়ে লিখেছেন : রবীন্দ্র-অমত্য ভাবনা, রবীন্দ্রনাথ: কৃষিভাবনা, রবীন্দ্র চিন্তায় দারিদ্র ও প্রগতি, রবীন্দ্রনাথের আর্থ-সামাজিক ভাবনা, Tagore’s Thoughts on peasantry, তব ভুবনে তব ভবনে। সব মিলে তাঁর একশো’রও বেশি বই প্রকাশিত হয়েছে।
নিজের কাজের স্বীকৃতিস্বরূপ আতিউর রহমান বহু সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: কলকাতার এশিয়াটিক সোসাইটি কর্তৃক ‘ইন্দিরা গান্ধী স্বর্ণ স্মারক ২০১১’ এবং সাহিত্যর জন্য ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫। বাংলা একাডেমির সম্মানিত ফেলো। ড. রহমান বাংলা একাডেমি কর্তৃক রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছেন ২০২১ সালে। মানবিক ব্যাংকিং এবং দরিদ্র জনগোষ্ঠির কল্যানে বিশেষ অবদানের জন্য ফিলিপাইনের গুসি পিস প্রাইজ ফাউন্ডেশন তাঁকে ‘গুসি শান্তি পুরস্কার ২০১৪’ এবং ‘ পুওরম্যানস ইকোনমিস্ট’ খেতাবে ভূষিত করে। এছাড়া তিনি ২০১৫ সালে লন্ডনের দ্য ফাইনান্সিয়াল টাইমসের সহযোগি সাময়িক দি ব্যাংকার কর্তৃক এশিয়া প্যাসিফিক অঞ্চলের শ্রেষ্ট কেন্দ্রীয় ব্যাংক গর্ভনর হিসেবে স্বীকৃত।
- Male
- 5
- (0)By : ড. আতিউর রহমান
নেতৃত্ব ও উন্নয়ন
৳ 320Original price was: ৳ 320.৳ 240Current price is: ৳ 240. - (0)By : ড. আতিউর রহমান
রবীন্দ্র চিন্তায় দারিদ্র্য ও প্রগতি
৳ 400Original price was: ৳ 400.৳ 325Current price is: ৳ 325. - (0)By : ড. আতিউর রহমান
ভাষার লড়াই বাঁচার লড়াই
৳ 280Original price was: ৳ 280.৳ 210Current price is: ৳ 210.