Abul Kalam Azad

Abul Kalam Azad

১৯৮০ সালে আবুল কালাম আজাদ বরিশাল জেলার আগৈলঝাড়া থানার বাগধা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা: মৃত: আব্দুল মাজেদ খান এবং মাতা মৃত: আয়শা বেগম। চার ভাই ও এক বোনের মধ্যে চতুর্থ। দক্ষিণ বাগধা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
তিনি আই.ই.এস স্কুল এন্ড কলেজে প্রভাষক (ইংরেজি) হিসেবে কর্মরত।
স্ত্রী রহিমা খানম এবং দুই ছেলে আব্দুল্লাহ খান ও আসাদুল্লাহ খান।
প্রকাশিত গ্রন্থসমূহ: ‘৫০০ বছর পর’ (ফিকশন), ‘বিবর্ণ আকাশ’ (উপন্যাস), ‘বোয়াল মাছের বিশ্বভ্রমণ’ (ছোট গল্প), ‘১ নম্বর’ (উপন্যাস), ‘অন্য দিগন্তে’ (উপন্যাস), ‘গোল্ডেন ফিউচার’ (ছোট গল্প), ‘গোধূলিলগ্নে’ (উপন্যাস), ‘সূর্য যাবে ছুটিতে’ (ফিকশন), ‘পরীক্ষার প্রস্তুতি’ (উপন্যাস) এবং ‘মশা বনাম হাতুড়ি’ (উপন্যাস)।

  • Male
  • 8