কবির বিন আনোয়ার ১৯৬৪ সালে সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতা ভাষাসৈনিক এবং বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতু এবং মা কথাসাহিত্যিক, মুক্তিযোদ্ধা এবং শিক্ষক প্রয়াত সৈয়দা ইসাবেলা। ২০১৩ সালে তার মা ইসাবেলা একুশে পদকে ভূষিত হন।
কবির বিন আনোয়ার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন। আশির দশকে সামরিক শাসনবিরোধী গনতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহন করেন। তিনি ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৮৮ সালে (১৯৮৫ ব্যাচ) কবির বিন আনোয়ার সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে সরকারি কর্মজীবনে প্রবেশ করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি কেন্দ্রীয় এবং মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি অর্থ মন্ত্রণালয়, সরাষ্ট্র মন্ত্রণালয়, নেদারল্যান্ডে বাংলাদেশ দুতাবাসের প্রথম সচিব (কূটনৈতিক), প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রজেক্টের প্রকল্প পরিচালক, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন। জনাব কবির বিন আনোয়ার গত ২০২২ সালের ১৫ ডিসেম্বর সিভিল সার্ভিসের সর্বোচ্চ পদ মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিযুক্ত হন এবং একই পদ থেকে ২০২৩ সালের ৩ জানুয়ারি অবসর গ্রহন করেন।
কবির বিন আনোয়ার জনকল্যাণধর্মী বিভিন্ন কাজের জন্য বহু পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন। এর মধ্যে আইটিইউ হতে ২০১৪,২০১৫,২০১৭ ও ২০১৮ সালে ডব্লিউআইএসআইএস পুরষ্কার, ২০১৬ ও ২০১৮ সালে জনপ্রশাসন পদক এবং ২০১৭ সালে ওপেন গ্রুপ অ্যাওয়ার্ড ছাড়াও পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্বে থাকা অবস্থায় তাকে প্রাতিষ্ঠানিকভাবে ২০২১ ও ২০২২ সালে ডিজিটাল বাংলাদেশ পদক এবং ২০২২ সালে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান করা হয়। এছাড়াও তিনি বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ পদক রৌপ্য ব্যাঘ্র এবং বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের অতীশ দীপঙ্কর শান্তি পদক লাভ করেন।
গত ১০ জানুয়ারি ২০২৪ সালে, গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আনুষ্টানিকভাবে তার হাতে দলের প্রাথমিক সদস্য পদের ফরম তুলে দেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ
Author: কবির বিন আনোয়ারপৃষ্ঠা ও সংস্করণ : N/Aক্যাটেগরি: ইতিহাস
Be the first to review “বাংলাদেশ” Cancel reply
Reviews
There are no reviews yet.