বিচারপতি এ.বি.এম খাইরুল হকের ‘নির্বাচিত প্রবন্ধ’ বিচিত্র স্বাধের ব্যাতিক্রমধর্মী বই। ইতিহাস, দর্শন ও আইনের নানাবিধ আলোচনা-বিশ্লেষণের পাশাপাশি লেখকের আত্মঅনুভূতির সজাগ বহিঃপ্রকাশও ঘটেছে এই বইয়ে।
বিচারপতি খাইরুল হক তাঁর গভীর প্রজ্ঞা ও জ্ঞানের মেলবন্ধনে যেসব প্রবন্ধ-নিবন্ধ রচনা করেছেন তার মধ্যে থেকে কিছু সংখ্যক রচনা এই বইয়ে রচনা সংকলিত হয়েছে। আমরা বিশ্বাস করি তাঁর প্রখর দূরদৃষ্টি এবং মনন ভাবনা পাঠকের হৃদয়কে গভীর মনযোগে আবদ্ধ রাখবে।
বাংলাদেশ, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং বাংলাদেশের পবিত্র সংবিধান নিয়ে বিচারপতি হকের আত্মভাবনা এবং তার সারাজীবনের দীর্ঘ অভিজ্ঞতার বিন্যাস ও বইয়ের প্রবাহকে বর্ণিল করেছে। বাংলাদেশের সাবেক এই বিচারপতি মনে করেন সমাজের সকল নাগরিকের মতো বিচারক ও একজন। তিনি সমাজ-রাষ্ট্র ও আইনের উর্ধ্বে নন। কেননা, বাংলাদেশের পবিত্র সংবিধানে জনগনকেিই রাষ্ট্রের প্রকৃত মালিক ঘোষনা করা হয়েছে। তাই এই সত্যটি অনুসরন করা সকলের জন্যে বাঞ্চনীয়।
বিচারপতি এ. বি. এম খাইরুল হক স্বপ্ন দেখেন তার প্রিয় জন্মভূমি মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে ক্ষুদা-দারিদ্রমুক্ত হয়ে গনমানুষের অধিকার পূরনে একদিন সত্যিই ‘সোনার বাংলা’ হবে।
Reviews
There are no reviews yet.